Categories: জ্যোতিষ

গণেশ চতুর্থীর দিন তৈরি হচ্ছে তিন শুভ যোগ, বিধি মেনে পুজো করুন এই সময়

গণেশ চতুর্থীর দিন তৈরি হচ্ছে তিন শুভ যোগ

করোনা সংক্রমণের কারণে দু’‌বছর পর জাঁকজমকের সঙ্গে গণেশ চতুর্থী উদযাপনের প্রস্তুতি চলছে। চলছে গণেশ মূর্তি তৈরি করার তোড়জোড়, কেউ কেউ তো আবার এখনই কিনে নিয়ে এসেছেন গণেশ মূর্তি। আবার কেউ বাড়িতেই পরিবেশবান্ধবভাবে গণেশ মূর্তি তৈরি করছেন। গণেশ চতুর্থীর উৎসব প্রত্যেক বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি থেকে শুরু হয় এবং ১০ দিন পর্যন্ত চলে। সবাই নিজেদের ঘরে গণেশ মূর্তি স্থাপন করে পুজো করে। গণেশ চতুর্থীকে গণেশদির জন্ম দিবস হিসাবেও বিবেচিত করা হয়, তাই একে গণেশ জয়ন্তী বলা হয়।
গণেশ চতুর্থী পর্ব ভাদ্রপদের শুক্লপক্ষের চতুর্থী তিথি থেকে শুরু হয়ে আগামী ১০ দিন পর্যন্ত চলবে। শেষদিনে চতুর্দশীর দিন গণপতিজির বিধি মেনে পুজো করে তাঁকে বিসর্জন দেওয়া হয়। পঞ্চাঙ্গ মতে এই বছর গণেশ চতুর্থী পালন করা হবে ৩১ অগাস্ট।
পঞ্চাঙ্গ অনুসারে এই বছর গণেশ চতুর্থীর দিন তিনটে শুভ যোগ তৈরি হচ্ছে এবং একটি বিশেষ সংযোগও তৈরি হচ্ছে। এই বছর গণেশ চতুর্থী তিথি রবিযোগে সম্পন্ন হবে। একই দিনে দুটি শুভ যোগ, ব্রহ্ম যোগ এবং শুক্ল যোগও গঠিত হচ্ছে। পঞ্চাঙ্গ অনুসারে, ৩১ অগাস্ট ২০২২ বুধবার সকাল ০৫টা ৫৮ মিনিট থেকে দুপুর ১২টা ১২ মিনিট পর্যন্ত রবি যোগ রয়েছে। যেখানে সকাল থেকে রাত ১০টা ৪৮ মিনিট পর্যন্ত শুক্ল যোগ এবং শুক্ল যোগের সমাপ্তির পরপরই ব্রহ্ম যোগ শুরু হবে। এই তিনটি যোগই পুজোর দৃষ্টিকোণ থেকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
ধার্মিক মতে, রবি যোগ অমঙ্গলকে দূর করে সফলতা প্রদান করে। এই যোগে সূর্যের স্থিতি খুবই প্রবল বলে মনে করা হয়। এরকম অবস্থায় গণেশ চতুর্থীতে আপনি বিঘ্নহর্তার পুজো বিধি মেনে করলে তাঁকে প্রসন্ন করলে আপনার মনের সব ইচ্ছা পূরণ হবে।

(‌এই সব তথ্য জ্যোতিষ তথ্য অনুসারে করা। এর জন্য লাইভ বেঙ্গল দায়ী নয়)‌

Live Bengal Digital Desk

Recent Posts

অভিনয়ের পাশাপাশি রয়েছে এই সকল গুণও, চিনুন ফুলকি খ্যাত দিব্যানিকে

জি বাংলার নতুন ধারাবাহিক ‘ফুলকি’র শুটিং শুরু হয়েছে গত রবিবার থেকে। এই ধারাবাহিকের নায়িকা নবাগতা…

5 months ago

একটা সিনেমা করেই এত অহংকার! সোশ্যাল মিডিয়ায় ইধিকার ফ্যানদের ট্রোলের মুখে সৌমিতৃষা

গত ২২শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রধান। অভিজিৎ সেন পরিচালিত এই ছবিটিতে দেবের বিপরীতে অভিনয়…

5 months ago

অভিনয়ে তো তুখোর তিনি ছিলেনই, কিন্তু পড়াশোনায় কেমন সৌমিতৃষা?

সৌমিতৃষা কুণ্ডু। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। তার অভিনীত মিঠাই চরিত্রটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।…

5 months ago

বহুজন ঐক্য মঞ্চের নেতা প্রশান্ত রায়ের উপর পুলিশি সন্ত্রাস! জানানো হলো প্রতিবাদ

বহুজন ঐক্য মঞ্চের অন্যতম সংগঠক, শিক্ষক ও সমাজ সংস্কারক প্রশান্ত রায়ের উপর তার বাড়িতে পুলিশি…

5 months ago

মেহেন্দির বিরুদ্ধে লড়াই করতে জগদ্ধাত্রী-কৌশিকীর সাহায্য করতে এলো তাদের এক পুরনো বন্ধু!

জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী কৌশিকীর কেবিনে আসার পরেই তাকে জানায় কৌশিকির…

5 months ago

বাস্তবের প্রেমই কি পর্দায় ফুটে উঠছে? সত্যিই কি একে অপরের সঙ্গে সম্পর্কে আছে জ্যাস-স্বয়ম্ভু?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক "জগদ্ধাত্রী"তে এবার রহস্যের ঘনঘটা বেড়েছে। জগদ্ধাত্রীর মৃত্যুর পরও তার ছোট বোন…

5 months ago